Headlines
Loading...
Pahalgam জিহাদী সন্ত্রাসী হামলায় মৃত ২৬ জন হিন্দু

Pahalgam জিহাদী সন্ত্রাসী হামলায় মৃত ২৬ জন হিন্দু

সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না — এই কথা আমরা ধর্ম নিরপেক্ষ সেক্যুলারদের মুখে প্রায়শই শুনতে পাই। কিন্তু যখন ধর্ম জেনে যখন কাউকে হত্যা করা হয়। তখন ধর্ম নিরপেক্ষতা কাজে আসে না।  সন্ত্রাসবাদীদেরও ধর্ম প্রকট হয়ে যায়। 

ভূস্বর্গ কাশ্মীরে ২৬ জন হিন্দুকে, তাঁদের ধর্ম পরিচয় জানতে চেয়ে, তাঁদেরই পরিবারের সামনে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন। 

রক্তাক্ত কাশ্মীরের পেহেলগাম 

২২ এপ্রিল ২০২৫,  কাশ্মীরের পেহেলগাম এলাকার ভয়াবহ সন্ত্রাসী হামলায় বৈসরান উপত্যকা রক্তাক্ত হয়ে। দেশ-বিদেশ থেকে আগত নিরীহ পর্যটকদের উপর এই বর্বর হামলা নাড়া দিয়ে গেছে গোটা ভারতকে। এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।  তারা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু ঘরে ফিরে এলো তাদের নিথর দেহে।

কি ঘটেছিল সেই দিন?

প্রত্যক্ষদর্শীদের মতে, ৪-৬ জন জঙ্গি সেনাবাহিনীর পোশাকে নিকট বনাঞ্চল থেকে উঠে আসে এবং হঠাৎ করেই পর্যটকদের উপর গুলিবর্ষণ শুরু করে। তারা মুসলিম ও অমুসলিম চিহ্নিত করার চেষ্টা করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু পর্যটকদের নিশানা করে। ঘটনাস্থলেই প্রাণ হারান নৌবাহিনীর এক অফিসার এবং গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। সঙ্গে আরো  সাধারণ মানুষ।

প্রত্যক্ষ দর্শী এবং পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী। চার-পাঁচজন লোক সেনার পোশাকে ছিল। প্রথমে মনে হয়েছিল সেনা মহড়া চলছে। কিন্তু তারপরই তারা পর্যটকদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে।

৺মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবী সংবাদ দাতাদের বলেন, তার স্বামীকে গুলি বিদ্ধ হয়ে মরতে দেখে যখন তিনি বলে “আমাকেও মেরে ফেলো”। জবাবে ওই সন্ত্রাসীরা বলে, "না আমরা তোমাকে মারবো না, মোদীকে বলে দিও”। কি নির্মম মানসিকতা হলে মৃতের স্ত্রীকে এরকম বলা যায়।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক পদক্ষেপ

এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কাশ্মীর যান পরিস্থিতি পর্যালোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই ঘটনার ওপর সফিকুল ইসলামের আরামবাগ টিভির একটি ভিডিও ফুটেজ দেখুন। তিনি সন্ত্রাসীদের ধর্ম সম্পর্কে যে কথা বলেছেন। সেগুলো অবশ্যই শোনা উচিৎ।

সংবাদপত্রগুলির শিরোনাম

The Guardian: "26 Tourists Killed in Kashmir Terror Attack"

AP News: "Mass Shooting at Pahalgam Resort, 26 Dead"

Hindustan Times: "Pahalgam Terror Attack: Tourists Targeted by Militants"

[New update— ২৩ এপ্রিল ২০২৫ ১:০২]

আপাতত দুটি জান্নাতীকে তাদের উপযুক্ত স্থানে পাঠানো হয়েছে। নিচে তাদের ছবি দেওয়া হয়েছে। (একদম কনফার্ম তথ্য)


নিচের ছবিতে সেই চার সন্ত্রাসীদের দেখানো হয়েছে যারা গতকাল হামলা করে  ২৬ জন হিন্দু পর্যটকের গণ হত্যা করছিলো। এরা BodyCam লাগিয়েছিল যার দ্বারা এরা পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছিল। পর্যটকের দেওয়া বর্ণনায় স্কেচ থেকে এই আতঙ্কবাদীদের সনাক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই চার জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শা, আবু তালহা ও আদিল গুরু



0 Comments:

Smart Ads for Smart Businesses Ads by TDads