
বিতর্কিত চিকিৎসা পদ্ধতি:
যদিও তিনি স্নায়ুবিজ্ঞান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার সময়ে চিকিৎসা বিজ্ঞানে কিছু অস্বাভাবিক ও অদ্ভুত পদ্ধতি প্রচলিত ছিল। এগুলো মোটেও গুজব নয়।
✔️ আপোপ্লেক্সি চিকিৎসা: তিনি মানব খুলি গুঁড়ো (Powdered Human Skull) ও চকলেট মিশিয়ে একটি ওষুধ তৈরি করেছিলেন, যা স্ট্রোকের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। এটি নর খাদকের পর্যায়ে পড়ে।
✔️ মেডিসিনাল ক্যানিবালিজম: তার সময়ে ইউরোপে "মমি পাউডার" ও মানুষের রক্ত ও চর্বি ওষুধ হিসেবে ব্যবহারের প্রবণতা ছিল। একজন আসামির শির ছেদ হওয়ার পর তার তাজা রক্ত সংগ্রহ করা হতো এপ্লেপসি চিকিৎসার জন্যে। চার্লস দ্বিতীয় মমির চামড়া ওয়াইনের সঙ্গে মিশিয়ে খেতেন নিজের যৌবন ধরে রাখার জন্য।
এই ধরনের চিকিৎসা পদ্ধতি থেকে আজকের পাশ্চাত্য মেডিসিন এসেছে। এসব ভাবতে অবাক লাগে যে, যখন ভারতবর্ষে চিকিৎসার রোগ নিদান, ও ভেষজ উদ্ভিদের জ্ঞান ব্যবহার করতো। যেখানে প্রাচীন সুশ্রুত সংহিতা লিখিত তথ্য বর্তমান ছিলো। সেই পদ্ধতিতে শল্য চিকিৎসার প্রচলন ছিলো। অবাক হতে হয় জেনে যে এমন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে এরা নাকি আমাদের শিক্ষিত ও সভ্য করেছে।
0 Comments: