আপডেট: কোলকাতা আর. জি. কর হাসপাতাল : মহিলা ডাক্তার যৌন নির্যাতনের পর হত্যা , আগস্ট ২০২৪
ওয়েব ডেস্ক: কোলকাতা R. G. কর মেডিক্যাল কলেজের তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কলকাতা আর. জি. কর হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস ভাবে খুন ও সামহিক যৌন নির্যাতনের কথা উঠে আসছে। হাসপাল কর্তৃপক্ষ ও পুলিশ ওই ছাত্রীর মৃত্যুকে প্রথমে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ আসছে। কারণ, প্রথমে ওই তরুণী আত্ম হত্যা করেছে বলে তাঁর পরিবারকে জানানো হয়। কিন্তু একে একে সব সত্য ফাঁস হয়ে যায়। এখন প্রশাসনের ওপরই আঙুল তুলছে আম জনতা।
ঘটনার বিবরণ:
1. মৃত্যুর কারণ: প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে যে, ওই তরুণী ডাক্তারকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাহলে প্রথমে একে আত্মহত্যা বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল কেন?
2. অডিও ক্লিপ: সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা ডাক্তারের ফোনালাপ শোনা যাচ্ছে। এই অডিওতে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে প্রিন্সিপালদের ছাত্রছাত্রীদের থেকে পাশ করানোর জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
আপডেট: ১
শুনতে পাওয়া যাচ্ছে ,আর. জি. কর হাসপাতালের প্রিন্সিপাল ডঃ সন্দীপ ঘোষ তাঁর পেশার পাশাপাশি বিভিন্ন কোম্পানির সাথে অবৈধ ড্র্যাগ পাচার করতেন। এমনকি সেখানকার কিছু কিছু ডাক্তার যৌনকর্মীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসতো বলে জানা গেছে। সম্প্রতি AajTak বাংলা নিউজ চ্যানেলে এক ডাক্তারের অডিও ফাইল প্রচারিত হয়েছে, যেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে সম্ভাব্য ঘটনা ঘটেছে। নিচে সেই অডিও ক্লিপটির ইউটিউব লিংক দেওয়া হলো।
3. প্রমাণ লোপাটের চেষ্টা: মৃতা নির্ভয়া (31) [নাম পরিবর্তন ] সেদিন রাতে ডিউটি করার পর প্রথম বর্ষের জুনিয়র ডাক্তার দের সাথে দোতালায় সেমিনার রুমে ডিনার সেরে ডাক্তার রুমে রেস্ট করছিলো। সেখানেই তাঁর যৌন নির্যাতন। করা হয় এবং গলা টিপে হত্যা করা হয়েছে। পরের দিনই পরিকাঠামো উন্নয়নের নামে আরজিকর হাসপাতালে ওই সেমিনার রুমের বাথরুম লাগোয়া দেওয়ালটি ভাঙ্গা হয়। ওই ভাঙাভাঙিতে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বলে তদন্ত রিপোর্টে দাবি করেছে জাতীয় মহিলা কমিশন।
এখানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল অবিলম্বে সিল করা পুলিশের উচিত ছিল। কেন করা হলো না? আর. জি. কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপালের ভূমিকা নিয়েও তদন্ত রিপোর্টে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন (NWC)।
আপডেট: ২
4. গ্রেফতার: এই ঘটনায় সঞ্জয় রায় বলে একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই কাজ একজনের নয়। কারণ, মৃতার গর্ভাশয়ে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। যা 7 থেকে 8 জনের হতে পারে।
ঘটনার তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক কোর্টে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার কাল এই মামলার তদন্তের ভার পুলিশের হাত থেকে কেড়ে CBI কে দেওয়া হয়েছে। তাঁরা ডঃ সন্দীপ ঘোষ, কলেজের ডাক্তার সহ তাঁর সহকর্মীদের একে একে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
আপডেট: ৩
দেশ জুড়ে এর প্রতিবাদী মিছিল করা হচ্ছে। ইতি মধ্যে অনেক সেলিবিটিরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং অনেকেই একে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে গেছেন।
গত বুধবার আর জি কর হাসপাতালের পাশে নারীদের রাত দখলের আন্দোলনকে বিফল করতে কিছু দুঃস্কৃতিদের দ্বারা হাসপাতালের মেডিসিন বিভাগ ও জরুরী বিভাগে হামলা করা হয়। এর ফলে গত আর জি কর সংলগ্ন এলাকায় ট্রাফিক সুরক্ষা ১৬৩ আইন জারি করা হয়। এই আইন অনুযায়ী 5 জনের বেশি লোক একজায়গায় জমা হতে পারবে না। নির্ভয়া হত্যার বিচারের রাজ্য প্রশাসনের বিফলতা ঠেকাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপডেট: ৪
0 Comments: