Sudipta Chatterjee- Beef Controversy: কুকিং শো-তে গোমাংস রান্না! চরম কটাক্ষের মুখে সুদীপা, লাইভে এসে কেঁদে সাফাই সঞ্চালিকার
কুকিং শো-তে গোমাংস রান্না করায়, চরম কটাক্ষের মুখে সুদীপা চ্যাটার্জি লাইভে এসে কেঁদে সাফাই সঞ্চালিকার। কিন্তু দোষ কি সুদীপ্তার একার?
নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে আবার, নিজের রান্নার শো শুরু করেছেন। কিন্তু বাংলাদেশের একটি চ্যানেলের রান্নার শোতে গো মাংস রান্না নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে বাংলার জনতা।
আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি রান্না শো তে অতিথি হয়ে অংশ নেন তিনি। আর সেখানেই ঘটল বিপত্তি। সেই শো তে গো মাংস রান্না নিয়ে বিতর্কের মুখে পড়তে হল তাঁকে।
সম্পূর্ণ ভিডিওর এটা ছোট্টো ক্লিপ কেটে বলা হচ্ছে সুদীপ্ত হিন্দু ধর্মের অনুসারী হয়ে কিভাবে গো মাংস ভক্ষণ করলেন। তিনি আদৌ খেয়েছেন কি না, সেটা কেউ দেখতে পায়নি।
এটাও বলা হচ্ছে তিনি নাকি Zee Bangla র শোতে গোরুর মাংস রান্না করাচ্ছেন। কিন্তু যে ভিডিও ক্লিপ দেখানো হয়েছে সেটা তো বাংলাদেশের একটি রান্নার শো! অর্থাৎ এটি একটি অপপ্রচার।
গোমাংস বিতর্ক বাড়তেই, ফেসবুক লাইভে এসে গোটা বিষয়টি নিয়ে সাফাই দেন সুদীপা। তিনি বলেন, "এই বিষয়টি নিয়ে বেশীরভাগ যারা শোরগোল করছেন, তাদের ৮০ শতাংশ মানুষ ভিডিওটি দেখেননি এবং ২০ শতাংশ মানুষ ইচ্ছে করে করছেন। আমায় ওই রান্নার শোতে যখন ডাকা হয়, তা শুধু হিন্দুদের জন্য ডাকা হয়নি। আমায় ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করতে ডাকা হয়েছিল, যার জন্য আমি গর্বিত ও আনন্দিত।"
এরপর তিনি আরও বলেন, "আমি জানতাম না ওখানে গরুর মাংস রান্না হবে। কিন্তু গিয়ে দেখলাম কুরবানির ইদে স্পেশাল পর্ব তাই, গরুর মাংস রান্না করা হচ্ছে।"
তিনি Zee Bangla র সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তাই, দোষী তো সাধারণ জনগনের। যারা এই রকম মিথ্যা অপবাদ যাচাই না করেই একজন হিন্দু মহিলার নামে মিথ্যা প্রচার ছড়াচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন।
এভাবেই যদি উল্টো কিছু করা হয়।তখনতো বিপরীতে ওই নারীর কী অবস্থা হবে একটু ভেবে দেখুন।না হয় আয়োজন করে দেখুন??
উত্তরমুছুন