Headlines
Loading...
Nalanda University New Journey ! নলন্দা বিশ্ববিদ্যালয়ের নবযাত্রা!!

Nalanda University New Journey ! নলন্দা বিশ্ববিদ্যালয়ের নবযাত্রা!!

নিজস্ব সংবদদাতা: আজ পুনরায় চালু হলো হাজার বছরের হারিয়ে যাওয়া প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে একটা পূর্ণাঙ্গ লাইব্রেরি ও ছাত্রাবাস সহ ২০,০০০ শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা ছিলো। ৪৩০ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়টি ১১৯২ সালে তুর্কী আক্রমণে সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং পাঠাগারে সংরক্ষিত প্রায় ৯০,০০০ পুথি পুড়ে যায়। বখতিয়ার খিলজীর আদেশে বিশ্ববিদ্যালয়টি ভেঙ্গে ফেলা হয়েছিলো। 

প্রচলিত আছে একাদশ শতকে (১০৮৮ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত হওয়া ইটালির "University of Bologna" পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, কিন্তু তারও প্রায় ৭০০ বছর পূর্বে তথা ৪৩০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম ইতিহাস থেকে মুছে গিয়েছিল।

ধ্বংস হয়ে যাওয়ার প্রায় ৮৩২ বছর পর বিশ্ববিদ্যালয়টি আবার পুনরায় চালু করা হলো। আশাকরি পুনস্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ভারতীয়রা জ্ঞানবিজ্ঞানে আবারও বিশ্বগুরু হবে।

H. R. Sarkar is a dedicated blogger and entrepreneur with expertise in creating digital products and Blogger templates. Managing websites like TechaDigi.com and Hinduhum.net, they bring creativity and technical proficiency to their projects. Through their YouTube channel, Lost Eternal Science, H. R. Sarkar explores the fusion of Hindu spirituality and science, offering unique insights to their audience. With a passion for innovation, they strive to inspire and educate through their work.

0 Comments: