পাঞ্জাবের মেয়েকে ধর্ষণকারী কথাবাচক গ্রেফতার।
গত বৃহস্পতিবার পাঞ্জাবের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে উঠলো বৃন্দাবনের এক কথাবাচকের বিরুদ্ধে। পাঞ্জাবের পুলিশ ধর্ষণকারী কথাবাচককে গ্রেফতার করেছে বলে একটি হিন্দী খবরের কাগজেও ছাপানো হয়। একটি YouTube Channel এই বিষয়ে একটি Video পেশ করে আজ থেকে প্রায় 2 মাস আগে।
Kathabachak who raped Punjabi girl arrested |
সংবাদ পত্রে এমন ছাপা হয়েছে গোবিন্দ বল্লভ শাস্ত্রী নামক কথাবাচককে পাঞ্জাবের এক যুবতীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৃন্দাবন পুলিশ তাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের পর আরপি কথা বাচক কে জেল হেফাজতে চালান করা হয়েছে, এমন কথা লেখা হয়েছে।
সংবাদ পত্রের দাবি, "পাঞ্জাবের রূপনগর জেলার আনন্দপুর সাহেবের বাসিন্দা এক মেয়ে বৃন্দাবনে 9 আগস্ট, 2011-এ গোপীনাথ বাজার, নন্দীওয়াড়ি, বৃন্দাবনের বাসিন্দা কথা বাচক গোবিন্দ বল্লভ শাস্ত্রীর সাথে দেখা করেছিলেন। কথা বাচক তার কথায় তাকে ওই মেয়েকে প্রভাবিত করেছিল এবং জোর করে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। সেই সময়ে তার বয়স ছিল মাত্র 17 বছর। প্রতিবাদ করলে সে তাকে বিয়ে করবে বলে কথাবাচক প্রতিশ্রুতি দেয়।" এই তথ্য দেওয়ার পর পুলিশ ওই কথাবাচকে গ্রেফতার করে।
যেদিন এই ঘটনার উল্লেখ করা হয়েছে, ওই কথাবাচক সেদিন পাঞ্জাবেই ছিলেন না। এমনকি ওপর তার পরের দিনই একটি সৎসঙ্গ অনুষ্ঠানে তিনি হাজার হাজার মানুষের সামনে হাজির ছিলেন। সংবাদ পত্রে এই ঘটনা প্রকাশ হওয়ার দুই দিন পর তিনি নিজের পরিবারে সঙ্গে জয়পুরে ঘুরতে যাওয়ার ছবি Facebook এ Post করেন। এটা কিভাবে সম্ভব? তাহলে ভেবে দেখুন, এরকম সংবাদ পত্রকে কি বিশ্বাস করা যায়?
ভেবে দেখুন, 2011 এর ঘটনাকে রিপোর্ট 2023 -এ করা হচ্ছে। সেটা সত্য না মিথ্যা —এ নিয়ে কথাই বলছি না।
সংবাদ পত্রে ছাপিয়ে বলা হচ্ছে গোবিন্দ বল্লভ শাস্ত্রী নামক ওই হিন্দু ধর্ম কথা বাচককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেফতার করা ওই ব্যক্তি কিভাবে। নিজের পরিবারের ছবি ফেইসবুকে পোষ্ট করলো?
এসব ষড়যন্ত্র না তো আর কি? যদি বল্লভ শাস্ত্রী ওই মেয়েকে কে প্রভাবিত করেছিল তবে জোর করে তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। এটা কিভাবে বলা হলো? 2011 তে ওই মেয়ের বয়স 17 বছর ছিলো। 2023 সালে ওই মেয়ের বয়স 29 বছর হয়েছে। দীর্ঘ বারো বছরে ওই মেয়ের কি শাস্ত্রীজির সঙ্গে কোনো যোগাযোগ ছিলো? 29 বছরের একজন নারীকে নাবালিকা বলা যায় না। তাই, 29 বছরের এক নারির বিগত বারো বছরের সম্পর্ককে ধর্ষণ বলা যায় না।
এরকমই একটা Fake ভিডিও রচনা ব্যানার্জির ছেলের ওপর তৈরী করা হয়েছে। নিচে ছবিতে দেখুন।
এগুলো Click বেট।
0 Comments: