Headlines
Loading...

না, সাপ দুধ খায় না এই কথা সম্পূর্ন সত্য নয়। এর পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, "যেহেতু সাপের জীভ ছেরা, তাই সাপ দুধ খায় না।" এটি একটি মিথ্যা এবং কুযুক্তি। কারণ কোনো তরল পান করার জন্য জিভের প্রয়োজনই হয় না। সাধারণত আমরা যেমন শ্বাস প্রশ্বাস নেই। সেই ভাবেই আমরা মুখ দিয়ে তরল পদার্থ চুমুক দিয়ে পান করি। কুকুর, বাঘ, ইত্যাদি স্তন্যপায়ী জন্তুরা চেটে চেটে জল পান করে।  Video দেখুন, কিভাবে সাপ জল পান করছে।^={1}^={2}

সাপ দুধ পান করতে পারে

টিকটিকি, কুমির, গিরগিটি, সাপ এরা জল পান করে। তাই সাপ দুধ পান করতে পারে না এই যুক্তিটি মিথ্যা। প্রথমত দুধ সাপের খাদ্যই নয়। কলা খাওয়া সাপের পক্ষে সম্ভব নয়। তাই সাপকে দুধ খাওয়া অনুচিত। জোর করে সাপকে দুধ খাওয়ালে সাপের ক্ষতি হয়। কারণ, সাপ সেচ্চায় দুধ খায় না।

তাহলে এই ধারণা কিভাবে এলো? 

মা মনসার ভগবান শিবের মানস কন্যা। তিনি এই ভূ-লোকে নাগ দেবী রূপে পূজিতা। তাঁর প্রসাদ দুধ ও কলা। সেই প্রসাদ থেকেই এই ভ্রান্ত ধারনার প্রচার হয় যে সাপ দুধ কলা খায়। "বেদের মেয়ে জোছনা", "বেহুলা লখিন্দর" এর মতো বিভিন্ন ছায়াছবি তে সাপের দুধ খাওয়া, সাপ কাটা রোগীর দংশিত স্থান থেকে বিষ পান করা, ইত্যাদি দৃশ্যকে সাধারণ মানুষ সত্য বলে মেনে নেয়। সেই থেকে এই অন্ধ বিশ্বাস বৃদ্ধি পায়।

সাপ সরীসৃপ মাংসাশী প্রাণী। সে ব্যাঙ, ইদুর, এমনকি অজগরের মতো বড় আকারের সাপ গোরু, ছাগল, মানুষ বা হরিণের মতো বড় জন্তুর শিকার করতে পারে।

তাহলে আমরা দেখলাম এটি একটি ভ্রান্ত ধারণা থেকে এসেছে। এই  ভ্রান্ত ধারণা থেকেই কুসংস্কার এসেছে। ভক্তির জায়গায় আমরা আঘাত করছি না। বরং আপনি দুধ কলা দিয়েই মা মনসার পূজা করুন। সাপকে দুধ খাওয়াবেন না। যদি সে নিজে খায় সেটা আলাদা ব্যাপার।

মাঠে ময়দানে যে সকল সাপুরিয়া খেলা দেখায় তারা ভালো মতোই জানে যে সাপ চোখে দেখতে পায় না। সাপের মনী হয় না, কোন সাপের বিষ থাকে, কোন সাপের বিষ থাকে না। তারা সাপের সব কিছু জানে। লেখাপড়া জানা সাধারণ মানুষ সাপের জানে না। 

Footnotes


Footnote 1: This is an example of a footnote. It contains additional information or references related to the content.

Footnote 7: Danino M. The Lost River: On the Trail of the Sarasvati; Penguin Books (2010).

Footnote 8: Sarkar A. et al., Oxygen isotope in archaeological bioapatites from India: Implications to climate change and decline of Bronze Age Harappan civilization; Sci. Rep. 6, 26555; DOI: 10.1038/srep26555 (2016).

[Footnote 9] A.L. Chavda, Aryan Invasion Myth: How 21st Century Science Debunks 19th Century Indology, https://indiafacts.org/aryan-invasion-myth-21st-century-science-debunks-19th-century-indology/

[Footnote 10] Lal B. B., The Rigvedic People: Invaders? Immigrants? or Indigenous? Aryan Books International; First Edition (2015)

[Footnote 11] Sengupta S. et al., Polarity and temporality of high-resolution Y-chromosome distributions in India identify both indigenous and exogenous expansions and reveal minor genetic influence of Central Asian pastoralists, Am J Hum Genet. 78:202–21 (2006).

[Footnote 12]Underhill P. A. et al., Separating the post-Glacial coancestry of European and Asian Y chromosomes within haplogroup R1a, Eur J Hum Genet. 2010; 18:479–84. DOI: 10.1038/ejhg.2009.194.

[Footnote 13] Tamang R., Thangaraj K., Genomic view on the peopling of India, Investig. Genet., 3, 20. (2012).

[Footnote 14] Dolgin E., Indian ancestry revealed, doi:10.1038/news.2009.935 (2009)

[Footnote 15] Sharma S. et al., The Indian origin of paternal haplogroup R1a1* substantiates the autochthonous origin of Brahmins and the caste system. Journal of Human Genetics 54, 47–55; doi:10.1038/jhg.2008.2 (2009)

[Footnote 16] Lucotte G., The Major Y-Chromosome Haplotype XI – Haplogroup R1a in Eurasia. Hereditary Genet, 4:150. DOI: 10.4172/2161-1041.1000150 (2015)

[Footnote 17] A Google query with the search string “How many Sanskrit manuscripts are there” returned 30 million as the top answer; the same query with “How many Latin, Greek, and ancient European manuscripts are there” brought up less than 30,000 manuscripts. 

[Footnote 18] Klostermaier, A Survey of Hinduism, p. 21 (2007)

[Footnote 19] Danino, “Fabricating Evidence in Support of the Aryan Invasion / Migration Theory,” (2018); https://www.academia.edu/39599444/Fabricating_Evidence_in_Support_of_the_Aryan_Invasion_Migration_Theory

[Footnote 20] Many of the points here were taken from Frawley, D., Aryan Invasion Theory – Part 1, http://www.hinduonline.co/DigitalLibrary/SmallBooks/MythofAryanInvasioninIndiaDavidFrawleyEng.pdf

Himadri Roy Sarkar always had a passion for writing. When he was younger, he would often write stories and share them with his friends. He loved the way that writing could bring people together and share ideas. In 2022, he founded The Hindu Network,The site quickly became popular, and Himadri was able to share his writing with people all over the world. The Hindu Network is now one of the most popular websites in the world, and Himadri is a well-known author and speaker. blogger external-link facebook instagram

0 Comments: