না, সাপ দুধ খায় না এই কথা সম্পূর্ন সত্য নয়। এর পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়,
"যেহেতু সাপের জীভ ছেরা, তাই সাপ দুধ খায় না।" এটি একটি মিথ্যা এবং কুযুক্তি।
কারণ কোনো তরল পান করার জন্য জিভের প্রয়োজনই হয় না। সাধারণত আমরা যেমন শ্বাস
প্রশ্বাস নেই। সেই ভাবেই আমরা মুখ দিয়ে তরল পদার্থ চুমুক দিয়ে পান করি। কুকুর,
বাঘ, ইত্যাদি স্তন্যপায়ী জন্তুরা চেটে চেটে জল পান করে। Video দেখুন,
কিভাবে সাপ জল পান করছে।^={1}^={2}
সাপ দুধ পান করতে পারে
টিকটিকি, কুমির, গিরগিটি, সাপ এরা জল পান করে। তাই সাপ দুধ পান করতে পারে না এই যুক্তিটি মিথ্যা। প্রথমত দুধ সাপের খাদ্যই নয়। কলা খাওয়া সাপের পক্ষে সম্ভব নয়। তাই সাপকে দুধ খাওয়া অনুচিত। জোর করে সাপকে দুধ খাওয়ালে সাপের ক্ষতি হয়। কারণ, সাপ সেচ্চায় দুধ খায় না।
তাহলে এই ধারণা কিভাবে এলো?
মা মনসার ভগবান শিবের মানস কন্যা। তিনি এই ভূ-লোকে নাগ দেবী রূপে পূজিতা। তাঁর প্রসাদ দুধ ও কলা। সেই প্রসাদ থেকেই এই ভ্রান্ত ধারনার প্রচার হয় যে সাপ দুধ কলা খায়। "বেদের মেয়ে জোছনা", "বেহুলা লখিন্দর" এর মতো বিভিন্ন ছায়াছবি তে সাপের দুধ খাওয়া, সাপ কাটা রোগীর দংশিত স্থান থেকে বিষ পান করা, ইত্যাদি দৃশ্যকে সাধারণ মানুষ সত্য বলে মেনে নেয়। সেই থেকে এই অন্ধ বিশ্বাস বৃদ্ধি পায়।
সাপ সরীসৃপ মাংসাশী প্রাণী। সে ব্যাঙ, ইদুর, এমনকি অজগরের মতো বড় আকারের সাপ গোরু, ছাগল, মানুষ বা হরিণের মতো বড় জন্তুর শিকার করতে পারে।
তাহলে আমরা দেখলাম এটি একটি ভ্রান্ত ধারণা থেকে এসেছে। এই ভ্রান্ত ধারণা থেকেই কুসংস্কার এসেছে। ভক্তির জায়গায় আমরা আঘাত করছি না। বরং আপনি দুধ কলা দিয়েই মা মনসার পূজা করুন। সাপকে দুধ খাওয়াবেন না। যদি সে নিজে খায় সেটা আলাদা ব্যাপার।
মাঠে ময়দানে যে সকল সাপুরিয়া খেলা দেখায় তারা ভালো মতোই জানে যে সাপ চোখে দেখতে পায় না। সাপের মনী হয় না, কোন সাপের বিষ থাকে, কোন সাপের বিষ থাকে না। তারা সাপের সব কিছু জানে। লেখাপড়া জানা সাধারণ মানুষ সাপের জানে না।
0 Comments: